শিরোনাম :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাস কালেকশনের অভিযোগ




সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাস কালেকশনের অভিযোগ উঠছে। আদায়কারীরা বলছেন, ইউএনওকে জানিয়েই টাকা নেয়া হচ্ছে। তবে অস্বীকার করে ইউএনও জানান, কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে। সরেজমিনে , পাটলাই নদীতে  অবৈধভাবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাস কালেকশনের নামে চাঁদাবাজী পরিচালিত হচ্ছে শক্তিশালী সিন্ডিকেট  দ্বারা তার যথেষ্ট প্রমাণও পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বহুবার এর বিরোদ্ধে প্রতিবাদ করেও কোন সুরাহা হয় নাই। বরং সিন্ডিকেটের মানুষ দ্বারা নানান ভোগান্তির স্বীকার হতে হয়েছে বলে কয়েকজন সুকানী (মাঝি) ও স্থানীয়রা জানান। এ ব্যপারে একুশে টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি মো. আব্দুস সালামের তথ্য-চিত্রে সমর ইসলামের উপস্থাপনায় একটি প্রতিবেদনও প্রচারিত হয়। চলবে...

Commentbox

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

Laptop

Recents