শিরোনাম :

জামালগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা


মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::::
সুনামগঞ্জের জামালগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে "ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বিশেষ অতিথি ছিলেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা কৃষি অফিসার মো: আলাউদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: এরশাদ হোসেন, আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শফিকুৃল ইসলাম, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।


অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইস্কান্দর আলী, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, জামালগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল জলিল আহমেদ মিলন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, আনসার কর্মকর্তা ফয়সাল আহমদ চৌধুরী, দারিদ্র বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র চন্দ্র পাল, উপজেলা মৎস্য অফিসার কামরুল ইসলাম প্রমূখ। দিবসটি উপলক্ষে বক্তারা বলেন, একাত্তরের এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়। ‘‘অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা। বঙ্গবন্ধু সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ এরইমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে অবস্থান নিয়েছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং ২ লাখ সম্ভ্রমহারা নির্যাতিত মা-বোনের প্রতি শ্রদ্ধা জানান।

Commentbox

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

Laptop

Recents