মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাসুদ রানা কর্তৃক জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মি
থ্যা বানোয়াট ভিত্তিহীন ভিডিও বার্তা প্রচার ও বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে জামালগঞ্জ সকল জন প্রতিনিধিদের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি ও ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক ও সাচনা ইউপি চেয়ারম্যান মো: মাসুক মিয়া, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, ভীমখালি ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান ও জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান আবু হানিফা প্রমূখ। সংবাদ সম্মেলনে চেয়ারম্যানগণ বলেন, জামালগঞ্জে সদ্য বিদায়ী ইউএনও মো: মাসুদ রানা কর্তৃক জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ভিডিও বার্তা সংবাদ প্রচার ও বক্তব্যের প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। জামালগঞ্জ উপজেলা বিদায়ী নির্বাহী অফিসার মো: মাসুদ রানা কর্তৃক সামাজিক যোগাযোগের মাধ্যমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানদের বিরুদ্ধে মিথ্যা প্রচারের তীব্র প্রতিবাদ জানান। চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার বলেন, বেহেলী ইউনিয়নের উত্তর পাড়ে একটি বাজার নির্মাণ নিয়ে আমাকে জড়িয়ে কুরুচি পূণ্য বক্তব্য দিয়েছেন তা সঠিক নয়। উল্লেখ্য তীল খই মশালঘাট ১৪ গ্রাম সহ প্রকৃত ব্যবসায়ীদের ভিটা দেওয়ার জন্য আমি অনুরোধ করে ছিলাম। চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার বলেন, উপজেলা বিদায়ী নির্বাহী অফিসার মো: মাসুদ রানা কর্তৃক সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট যে বক্তব্য দিয়েছে আমি মৌলভী বাজারে কর্মরত ছিলাম তা মোটেই সত্য নয়। ১৫ নভেম্বর ২০২১ সালে চাকরী থেকে অবহতি নিয়েছি। শেখ হাসিনা পল্লীতে ৬৩ জন ভূমিহীনদেরকে সনদ দিয়েছি এবং নিয়মিত অফিস করি। চেয়ারম্যান আখতারুজ্জামান বলেন, এডিপি বরাদ্দ থেকে উপজেলা বিদায়ী নির্বাহী অফিসার ও অবসর প্রাপ্ত প্রকৌশলী আব্দুল মালেক মিয়ার যৌথভাবে তৃতীয় ব্যক্তি দিয়ে অর্থ আত্মসাৎ সহ নি¤œমানের ইট শুটকি দিয়ে জামালগঞ্জ-সুনামগঞ্জ রোডে আংশিক রাস্তার কাজ বাস্তবায়ন করে। চেয়ারম্যান মো: মাসুক মিয়া বলেন, সাচনা বাজার ইউনিয়নে কাজের ৮০ লক্ষ টাকার মধ্যে একটি টাকাও আমি নেইনি, ৯০% কাজ সম্পূর্ণ করেছি। ইউএনও ভগ্নীপতি মিটনকে প্রতি ফুটে ২ টাকা করে না দেওয়ার কারণে আমাদের বিরুদ্ধে সকল মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা। আমরা সকল জনপ্রতিনিধিগণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ভিডিও বার্তা সংবাদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।##
Commentbox