শিরোনাম :

মধ্যনগরে চেয়ারম্যান প্রার্থী সজল সরকার এলাকাবাসীর সাথে সমন্বয়



অমৃত জ্যোতি(মধ্যনগর)প্রতিনিধিসুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সজল কান্তি সরকারের দশটি গ্রামের জনমানুষের সাথে ও মতবিনিময় করেছেন। ১৯শে'মে রোববার বিকেলে রামদীঘা খেলার মাঠে প্রবীণ মুরুব্বি ডাঃমহেন্দ্র সরকারের সভাপতিত্ব ও সাবেক ইউপি সদস্য বকুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মনাই নদীর তীরবর্তী দশ গ্রামের অজস্র জনমানুষ। মতবিনিময়ে'মজলিশপুর,দৌলতপুর,রামদীঘা,মদনপুর,সাভারীপাড়া,নগদাপাড়া,জলুষা,সাহাপুর,সিধলি ও আমজোড়া গ্রামের সচেতন মহলের একাধিক লোকজন মতবিনিময় করেন। এসময় বক্তব্য রাখেন -মতবিনিময় সভার সভাপতি ডাঃমহেন্দ্র সরকার,সাবেক ইউপি সদস্য বকুল চন্দ্র তাং,মাতাব্বর তারামিয়া তালুকদার,ভক্ত শান্তপদ সরকার,বিজন বিহারী অধিকারী,গুনসিন্ধু চৌধুরী,শ্যামল সরকার,বাবর মিয়া,নিশিকান্ত সরকার প্রমুখ। বক্তাগন মতবিনিময়ে তুলে ধরে বলেন অত্রাঞ্চালের কেহ কোনদিন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হননি।তাই আমাদের সন্তান যেমনি হোক সে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সজল কান্তি সরকার।শুধু তার সম্মান নয় শুধু এই এলাকার মান রক্ষায় সকলি ঐক্যবদ্ধ হয়ে তাঁর বিজয় সুনিশ্চিত করা আমাদের কর্তব্য।তাই আসুন সকলি ভেদাভেদ ভুলে গিয়ে যার যাকিছু শ্রম,বুদ্ধি মেধা,আত্বিয়তা বিভিন্ন ভাবে সহযোগিতার মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমর্থন বা ভোটাধিকার প্রয়োগ করে সম্মুখে সজল কান্তি সরকারের বিজয় সুনিশ্চিত করি। মতবিনিময়ের শেষান্তে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সহ-সভাপতি গবেষক লেখক সজল কান্তি সরকার এলাকাবাসী তথা সকলের কাছে বিনম্রতায় বিগত দিনের ভুলভ্রান্তি ও আগামী ৫ই জুন ভোটের মাধ্যমে সমর্থন চান।এবং আগামীকাল সোমবার প্রতীক বরাদ্দের পরপরেই প্রচারণা সহ সকল ধরনের সাহায্য সহযোগিতা কামনা করেন সজল কান্তি সরকার।

Commentbox

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

Laptop

Recents