শিরোনাম :

বাউলশিল্পী কবি যন্ত্রশিল্পী ও সংস্কৃতিকর্মীদের



সভায় বাউল পল্লী স্থাপনের দাবী স্মরণের সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বাউল পল্লী স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবী জানিয়েছেন বক্তারা। শুক্রবার (১০ মে) রাতে শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থিত পানসী রেষ্টুরেন্ট মিলনায়তনে সুনামগঞ্জ সদর উপজেলার স্থানীয় কবি,সাহিত্যিক,বাউল শিল্পী,যন্ত্রশিল্পী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহনে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় এ দাবী জানানো হয়। সভায় প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাউল শিল্পী আলহাজ্ব ফজলে রাব্বী স্মরণ আনুষ্ঠানিকভাবে সকলের পক্ষে এ দাবীটি উপস্থাপন করেন। প্রবীণ বাউল শিল্পী তছকীর আলীর সভাপতিত্বে ও সাংবাদিক বাউল আল হেলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বাউল শাহজাহান সিরাজ,প্রভাষক কবি ফজলুল হক দোলন,বাউল আমজাদ আলী,বাউল আব্দুর রব আব্দুল্লাহ,বাউল বংশীবাদক আকবর আলী,বাউল সমর উদ্দিন,বাউল আব্দুস সালাম,কবি রাহমান তৈয়ব,বিটিভি শিল্পী গোবিন্দ দাস,বাউল সৈয়দুর রহমান,বাউল ফারজানা আক্তার আশা,বাউল প্রীতিরানী মন্ডল, গীতিকার নির্মল কর জনি,বাউল শিপ্রা মন্ডল,বাউল কবির মিয়া,বাউল মাহমদ আলী,ঢুলবাদক তাজুল ইসলাম ও বাউল আব্দুল কাইয়্যূমসহ সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা সংগীত শিল্পীরা। সভার শুরুতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত অকাল প্রয়াত বাউল শিল্পী মতিউর রহমান ওরফে পাগল হাসান স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Commentbox

إرسال تعليق (0)
أحدث أقدم

Laptop

Recents