মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ধর্মপ্রাণ হিন্দু সম্প্রাদায়ের শ্রী শ্রী গোপাল দেবতা পূর্ণঃ প্রতিষ্ঠার, সেবা ও পূজাসহ দেবতার বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারের লক্ষে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে প্রানেশ রঞ্জন শীলকে সভাপতি ও শীতেষ রঞ্জন দাসকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে অজিত মোহন দাস সহ-সভাপতি, অঞ্জন তালুকদার সহ সাধারণ সম্পাদক, নেহার দেবনাথ কোষাধ্যক্ষ, মন্তোষ দাস সাংগঠনিক সম্পাদক।
কমিটিতে সম্মানিত সদস্যরা হলেন যারা অদ্বৈত রায়, ধীরাজ পাল, বিষ্ণুপদ সূত্রধর, প্রসুন কান্তি চৌধুরী, সুকেশ দাস, প্রনয় রায়, প্রীতেন্দ্র রায়, বিরাজ রায়, যদুনাথ চৌধুরী।
শক্রবার রাতে প্রানেশ রঞ্জন শীলের বাড়িতে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে কমিটি গঠন পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন রঞ্জত দাস।
প্রদীপ রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রানেশ শীল, গুরু দাস পাল, অসীম সরকার, মধু সুদন রায়, বিষ্ণুপদ সূত্রধর, সুজন হালদার, উত্তম পাল, লিটন দেবনাথ, সাধন চন্দ্র শীল প্রমূখ।
মো. শাহীন আলম
সুনামগঞ্জ প্রতিনিধি
০১.০৬.২০২৪
Commentbox