শিরোনাম :

জামালগঞ্জে ৬ শত হাঁস চুরির অভিযোগ


সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর (আবুর হাটি) গ্রামে হাঁস চুরি ঘটনা ঘটেছে বলে জানা যায়। সম্প্রীতি ২২ মে হাওর থেকে প্রায় ৬ শত হাঁস চুরি হয়েছে বলে জানান হাঁস মালিক আলীনুর। জামালগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর (আবুর হাটি) গ্রামের মো: বজলু রহমান ছেলে আলীনুর (৪৩) হাঁস খোঁজাখুজির পর পাশ্ববর্তী কান্দাহাটি গ্রামে আসমা বেগম (২৫) এর বাড়ী থেকে ১৫ টি হাঁস উদ্ধার করা হয়। আসমা জানান, সন্ধ্যার সময় চাঁনপুর আবুর হাটি গ্রামের ইউনুছ আলীর ছেলে আল আমিন (৩০) এর কাছ থেকে কিনে রাখছি, পরবর্তী সময়ে জানতে পারছি হাঁস গুলো চুরির হাঁস। অভিযোগকারী আলী নুর জানান,  আমাদের গ্রামের ইউনুছ আলীর ছেলে আল আমিন (৩০), নাসির মিয়া (৩৫), মুক্তার হোসেন (৩২), হৃদয় (২৮), পিতা একই ইউনুছ আলী (৫৫)। ইউনুছ আলীর পিতা, মৃত জনাব আলী হাঁস বিক্রয়ের সাথে জড়িত ছিল বলে তিনি বলেন।
অভিযুক্ত আল আমিন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হইলে তাকে পাওয়া যায়নি।

মো. শাহীন আলম
সুনামগঞ্জ প্রতিনিধি
০১.০৬.২০২৪


Commentbox

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

Laptop

Recents