শিরোনাম :

বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা নিয়ে চলছে ব্যবসা, প্রতি নাম কাটাতে লক্ষ লক্ষ টাকা দিতে বাধ্য আসামীরা



বিশেষ প্রতিনিধি ::  বিশ্বম্ভরপুর উপজেলার মোহন বাচ্চু কর্তৃক রাজনৈতিক মামলায় জিম্মি করে লক্ষ লক্ষ টাকা আদায়ের প্রমাণ ফাঁস। 
মোহন বাচ্চু


বিশ্বম্ভরপুর উপজেলায় বিগত বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে একটি শ্রেণি সুবিধাভোগ করছে ছাত্রদের ব্যবহার করে যার প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ তোলপাড় হলে। সরেজমিনে বিষয়টির সত্যতা নিশ্চিত করতে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও বিশ্বম্ভরপুর উপজেলার বিজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহন বাচ্চুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে ও মুঠোফোনটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয় নাই। তবে, বিশ্বম্ভরপুর থানায় দায়েরকৃত সম্প্রতি বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্র-অভিভাবকের উপর নির্বিচারে পুলিশ সহ আওয়ামীলীগের কর্মীর দ্বারা প্রায় ৪শতাধিক আহত হয়। এ নিয়ে সাধারন ছাত্র-অভিভাবকের বিরোপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে, একটি শ্রেণি ছাত্রদের মামলাকে কেন্দ্র করে থানায় বরাবর যাতায়াত করা নিয়ে আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে বিশ্বম্ভরপুর উপজেলা। মামলা থেকে অব্যাহতি দেওয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে এফিডেবিটের মাধ্যমে মামলা থেকে খালাশ দেওয়া হচ্ছে মামলায় তালিকাভূক্তিদেরকে। দেশ সংস্কারের নামে লুটপাট,ভাঙচুর, প্রতিহিংসা ও এসব চাদাবাজির মত গুরুতর অন্যায় করছে যারা তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির বিধান চাচ্ছে সর্ব শ্রেণি পেশার মানুষ।


বিভিন্ন সামাজিক মাধ্যমের লিংক নিচে দেওয়া হলো : 

>> https://fb.watch/vRRqCs2GWC/

>> https://fb.watch/vRSzIyKAZs/




Commentbox

إرسال تعليق (0)
أحدث أقدم

Laptop

Recents