শিরোনাম :

সুনামগঞ্জের দিরাইয়ে প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার


সুনামগঞ্জ প্রতিনিধি :: হাওরাঞ্চলের মানুষ শিক্ষার দিক দিয়ে অনেকটা পিঁছিয়ে আছে, সে বিষয়টা আমি জানি। এখানে কি কি সমস্যা আছে সেগুলো দেখার জন্যই আমি সুনামগঞ্জে এসেছি। এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষক সংকট, কর্মকর্তা সংকটসহ আবাসন সংকট নিরসনে কাজ করার চেষ্ঠা করব আমরা। তিনি আরো বলেন, আগামী বছরের জানুয়ারি মাসেই শিক্ষার্থীদের হাতে বই তোলে দেয়া হবে এবং প্রাইমারিতে খুব বেশি পরিবর্তন হবে না । সোমবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিদ্যালয় পরিদর্শন শেষে বাংলাদেশ ফিমেইল একাডেমি মিলনায়তনে শিক্ষা উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভায় যোগদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শাখাওয়াৎ হোসেন, সুনাসগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন প্রমুখ।


Commentbox

إرسال تعليق (0)
أحدث أقدم

Laptop

Recents