স্টাফ রিপোর্টার:: নারীদের খেলাধুলার মাধ্যমে মনোনিবেশ করার মধ্যে দিয়ে
সুন্দর আগামীর বাংলাদেশ বিনার্মাণে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাব,
এশিয়ান নারী ও শিশু
অধিকার ফাউন্ডেশন ও ব্ল্যাক
টু সোসাইটির যৌথ উদ্যোগে মেয়েদের
ব্যাডমিন্টন ও ছেলেদের ফুটবল
টুর্নামেন্ট -২০২৪ অনুষ্ঠিত হয়।
১৫ নভেম্বর রোজ শুক্রবার চট্টগ্রাম
টাইগারপাস পাহাড়তলীস্থ মাঠে কসমিক স্পোর্ট
এন্ড হেলথ ক্লাব বনাম
ব্ল্যাক টু সোসাইটির
মধ্যে অনুষ্ঠিত হয়। এই সময়
টুর্নামেন্ট টি আনুষ্ঠানিক ভাবে
উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের
প্রধান অতিথি এশিয়ান নারী ও শিশু
অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ
আলী। প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম কোর্টের আইনজীবী মোঃ এমদাদুল ফারহান,
বিশেষ অতিথি ছিলেন, মুন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়সাল মুন,জাগ্রত যুব
তরুণ সংঘ এর প্রতিষ্ঠাতা
জয়নুল আবেদীন, ব্রাইট সাকসেস স্কল এন্ড কলেজের
প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল্লাহ আল
মামুন,দুই টাকায় স্কুল
এর অর্থ সম্পাদক উৎপল
কুমার দাশ,জাগ্রত যুব
তরুণ সংঘ এর যুগ্ন
আহ্বায়ক মো: আসলাম। এই
সময় প্রধান অতিথি মোহাম্মদ আলী বলেন, যুবকদের
মাদক, সন্ত্রাস, অনলাইন গেইম, মোবাইল
আসক্ত সহ বিভিন্ন অসামাজিক
কর্মকাণ্ড থেকে তরুণ তরুণীদের
ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প
নাই। কসমিক স্পোর্ট এন্ড হেলথ ক্লাবের
এই রকম একটি সময়পোযোগী
আয়োজন সত্যি প্রশংসনীয়। তিনি আরও বলেন,
এই ধরণের খেলাধুলা আয়োজনের জন্য মাঠ বিশেষ
প্রয়োজন ; তাই যুব সমাজের
ভবিষ্যতের কথা ভেবে সরকারসহ
সংশ্লিষ্ট সকলের উচিত মাঠের ব্যবস্থা করা। এই সময়
অন্যান্যদের মধ্যে
আরও উপস্থিত ছিলেন, সমাজ সেবক মোঃ
সেলিম, মোঃ কাশেম, মোঃ
আফজাল হোসেন রিফাত, সুইটি আক্তার, মোঃ সাব্বির হোসেন,
মোঃ মাহী প্রমূখ। খেলা
শেষে বিজয়ী দল কসমিক স্পোর্টস
এন্ড হেলথ ক্লাবের খেলোয়াদের
হাতে ট্রফি এবং অংশগ্রহণকারী ব্ল্যাক টু ব্লু
সোসাইটির খেলোয়াদের মাঝে মেডেল
প্রদান করেন অতিথিবৃন্দরা। পরিশেষে
খেলায় অংশগ্রহণকারী দল সহ সংশ্লিষ্ট
সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে
এই ধরণে খেলার আয়োজন
অব্যাহত রাখার বিষয়ে আশা ব্যক্ত
করেন কসমিক স্পোর্ট এন্ড হেলথ ক্লাবের
সভাপতি হারিছা খানম সুখী।
Tags:
দেশের খবর
Commentbox