শিরোনাম :

সুনামগঞ্জের ধোপাজানে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের দাবি

সনাতনী পদ্ধতিতে ধোপাজান চলতি নদীতেবালি উত্তোলনে সুনামগঞ্জ জেলা প্রশাসককে স্মারক লিপি


স্টাফ রিপোর্টার:: ইজারাবিহীন ধোপাজান-চলতি নদীতে পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন বন্ধ করে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের দাবি জানিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্ট হতে শ্রমিকদের একটি মিছিল বের হয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের গিয়ে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক মো: ছাব্বির আহমেদ আকুঞ্জি' কাছে স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতৃবৃন্দরা। সময় শ্রমিকরা জেলা প্রশাসনের এর কাছে দাবী জানান,সনাতন পদ্ধতি হাতের সাহায্যে এবং বালতি, বেলচা দিয়ে বালু, পাথর উত্তোলন করার অনুমতি দেয়া হউক। এবং অবৈধ বোমা ড্রেজার মেশিন চিরতরে বন্ধ করার আহ্বান জানান শ্রমিকরা। স্মারক লিপি প্রদান শেষে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাফিজুর রহমান, মমিন মিয়া, ইউপি সদস্য ফারুক মিয়া, সাবেক মেম্বার জাকির মিয়া, শ্রমিক নেতা আক্তার হোসেন, জমির আলী, সাইদুল মোল্লা, লিটন মিয়া, শাহ আলম, আমজাদ হোসেন প্রমুখ। 

Commentbox

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

Laptop

Recents