শিরোনাম :

সুনামগঞ্জ-৪ আসনে সংসদীয় প্রার্থী বিশ্বম্ভরপুর থেকে চান, আজিজ মাহমুদ

 



সুনামগঞ্জ প্রতিনিধি আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৪ আসনের সংসদীয় প্রার্থী চান বিশ্বম্ভরপুর উপজেলা থেকে । ২৬শে অক্টোবর শহীদ জগৎ জ্যোতি স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তৃতায় এমনটাই ব্যক্ত করেছেন গণঅধিকার পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আহ্বায়ক আজিজুর রহমান।

তিনি তার বক্তৃতায় বলেন সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্ভরপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৪ আসন। স্বাধীনতার ৫৩ বছরে এই আসনটিতে ১১ বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কোন দল থেকেই আজ পর্যন্ত এই আসনে বিশ্বম্ভরপুর উপজেলা থেকে কোন প্রার্থী দেওয়া হয়নি। এটা আমাদের উপজেলার সাথে বৈষম্য তৈরি করা হয়েছে। আমি চাই আগামী সংসদ নির্বাচনে আমাদের উপজেলা থেকে যেন নমিনেশন দেওয়া হয়। তিনি আরো বলেন বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে এটা ২২৭ নং আসন এটা ভিপি নূরেরও আসন। এই আসনে আমরা বিজয়ী হতে চাই। আমরা যদি জয়ী হতে নাও পারি আমরা শক্ত প্রতিপক্ষ হিসাবে মাঠে থাকবো ইনশাআল্লাহ। যে দলই সরকার গঠন করুক আমাদেরকে নিয়েই সরকার গঠন করতে হবে । তিনি সুনামগঞ্জের অন্যান্য আসনের ক্ষেত্রে এই আসনটিকে উদাহরণস্বরূপ তুলে ধরেছে। তিনি দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সার্থকতা তুলে ধরে সবাইকে প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ভিপিনুরের গণঅধিকারের দাওয়াত পৌঁছে দিতে সকল নেতাকর্মীকে অনুরোধ জনান। এই সময়ে শহীদ জগৎ জ্যোতি স্মৃতি পাঠাগারে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের জেলা শাখার সংগ সভাপতি আলী আসগর সাধারণ সম্পাদক এম এ বারী সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমেদ সহ-সভাপতি রিপন মিয়া, সুনামগঞ্জ সদরের আহবায়ক মোশাহিদ মিলটন সহ জেলা পরিষদ ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। উল্লেখ্য বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী আসনের মধ্যে জাতীয় সংসদের ২২৭নং আসন হল সুনামগঞ্জ-৪ । এই আসনটি গঠিত হয় ১৯৮৪ সালে। মোট ভোটার ৩,৪১,৮৩৩ (ডিসেম্বর ২০২৩) পুরুষ ভোটার: ১,৭৩,৩৬৮ নারী ভোটার: ১,৬৮,৪৬৩ হিজড়া ভোটার: ২ শেখ হাসিনার সরকারের তিনটি প্রহসন নির্বাচন সহ মোট নির্বাচন হয় ১১ টি তার মধ্যে ইকবাল হোসেন চৌধুরী স্বতন্ত্র থেকে দুইবার(১৯৮৬ ও ১৯৮৮)। ১৯৯১ সালে আওয়ামী লীগ থেকে আবদুস জহুর মিয়া, ১৯৯৬ ও ২০০১ সালে তিনবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত হয় ফজলুল হক আছফিয়া। ২০০৮ সালের জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়ে বেগম মমতাজ ইকবাল। ২০০৯ সালে উপনির্বাচনে নির্বাচিত হয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমান। ২০১৪ ও ২০১৮, জাতীয় পার্টি থেকে টানা দুইবার নির্বাচিত হয় পীর ফজলুর রহমান। সর্বশেষ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ সাদিক নির্বাচিত হয় সুনামগঞ্জ এ আসন থেকে। পরিসংখ্যান অনুযায়ী সকল প্রার্থী সুনামগঞ্জ সদরের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে এখন পর্যন্ত কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার করারও ইতিহাস পাওয়া যায়নি।

Commentbox

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

Laptop

Recents