শিরোনাম :

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনা সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

সুনামগঞ্জ প্রতিনিধি :: বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনা সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে প্রাণী সম্পদ অফিসের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রাণী সম্পদ অফিসের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. রফিকুল ইসলাম'র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ডা.রাজেশ সিংহ মিথুন সহ প্রাণী সম্পদ অফিসের বিভিন্ন উপজেলার কর্মকর্তাবৃন্দ। এসময় প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে সচেতনতা মূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. খালেদ সাইফুল।

Commentbox

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

Laptop

Recents