শিরোনাম :

জামালগঞ্জ উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা



মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি :: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোটর সাইকেল প্রতীকের প্রার্থী মোঃ রেজাউল করিম শামীম। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২৮ হাজার ৯০৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন। এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি দায়িত্বে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আনারস প্রতীকের প্রার্থী ও বিএনপি থেকে বহিস্কৃত সভাপতি মোঃ নুরুল হক আফিন্দী পেয়েছেন ১৩ হাজার ৮৪৫ ভোট। চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন মাইক প্রতীকের আকবর হোসেন, তিনি ২৫ হাজার ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী টিয়া পাখি প্রতীকের আব্দুল্লাহ আল মামুন তালুকদার পেয়েছেন ১৪ হাজার ৮৮৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্ব›িদ্বতা করেন। এর মধ্যে কলস প্রতীকের প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা ২৩ হাজার ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়াও তিনি জেলা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক দায়িত্বে রয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী হাঁস প্রতীকের প্রার্থী হাফিজা আক্তার পেয়েছেন ১৭ হাজার ১০২ ভোট। এ উপজেলায় ৬টি ইউনিয়নে ৫২টি কেন্দ্রে পুরুষ ভোটার ৬৭ হাজার ৭৪১ জন, মহিলা ভোটার ৬৪ হাজার ২২৭ জন ও হিজড়া ১ জন। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৯৬৯ জন।

Commentbox

إرسال تعليق (0)
أحدث أقدم

Laptop

Recents