মোঃ জাকির হোসেন, স্টাফ রিপোর্টার:
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেট এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি, খন্দকার ফরিদুল ইসলাম স্নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার, মোঃ মফিজুল ইসলাম এর তত্ত্বাবধানে, সহকারি পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান এর নেতৃত্বে ২৬/০৬/২০২৪ খ্রিঃ তারিখ ভোর ০৫.২০ ঘটিকা সময় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন ললিয়ারপুর সাকিনের চৌরাস্তা বাগমারা জামে মসজিদের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর চেক পোস্ট করাকালীন সময়ে পুলিশের উপস্থিতি টেরপেয়ে ৩ টি মোটরসাইকেল রেখে অজ্ঞাত নামা আসামীগন পালিয়ে যায়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে মোটরসাইকেল সাইকেলে রাখা ৪ টি কাটুক তল্লাশী করে পাওয়া ৮৪ হাজার অবৈধভাবে ভারত থেকে আগত নাসির উদ্দিন পাতার বিড়িসহ ৩ মোটরসাইকেল জব্দ করা হয়।
জব্দকৃত ৩টি মোটরসাইকেল এর বর্ননাঃ
ক। প্লাটিনা বাজাজ কোম্পানির মোটর সাইকেল যাহার ইঞ্জিন-Pfywkl41049, চেসিস নং- Md2a76ay3kwl88259,
খ। প্লাটিনা বাজাজ কোম্পানির মোটর সাইকেল যাহার ইঞ্জিন-Pfxppf92802, চেসিস নং- psua76ay6ptg64852,
গ। প্লাটিনা বাজাজ কোম্পানির মোটর সাইকেল যাহার ইঞ্জিন-Pfxwmf64080, চেসিস নং- psua76 ay2nta52497,
এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান ঘটনার বিষয়ে বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় অজ্ঞাতনামা আসামীগনের বিরুদ্বে জব্দকৃত আলামতসহ থানায় এজাহার দায়ের করেন।
Commentbox