শিরোনাম :

তাহিরপুরে তুচ্ছ বিষয় নিয়ে দু'পক্ষের সংঘর্ষ: আহত ২





সাবজল হোসাইন, (সুনামগঞ্জ) তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে।


বুধবার (০৩ জুলাই) রাত  সাড়ে ১০ টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা চক বাজারে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুই জন আহত হয়েছেন।


আহতরা হলেন, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে হৃদয় মিয়া (২০), একই গ্রামের পল্লী চিকিৎসক ইদ্রিস মিয়ার ছেলে হারুন মিয়া (৩৫)।


স্থানীয়রা জানায়, পল্লী চিকিৎসক ইদ্রিস মিয়ার ছেলে জিলানী পেশায় মোটরসাইকেল চালক, জিলানীর মোটরসাইকেলের যাত্রী ছিলেন তারই প্রতিবেশী সাহাব উদ্দিনের ছেলে হৃদয় মিয়া। পরে জিলানী ও হৃদয়ের মধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জিলানী বাঁশ দিয়ে হৃদয়ের মাথায় আঘাত করে হৃদয়ের মাথা ফাটিয়ে দেয়, এতে হৃদয় গুরুতর আহত হয়। এখবর উভয় পক্ষইর লোকজন জানতে পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে এলাকাবাসীর সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় আধাঘন্টা চলে এ সংঘর্ষ।  সংঘর্ষ চলাকালে আহত হন পল্লী চিকিৎসক ইদ্রিস মিয়ার বড় ছেলে হারুন মিয়া।


এবিষয়ে জানতে, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি মোঃ নাজিম উদ্দীন'র সরকারি নাম্বারে কল করলে উনি কল রিসিভ না করায় উনার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Commentbox

إرسال تعليق (0)
أحدث أقدم

Laptop

Recents