শিরোনাম :

বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন-এমপি রনজিত


 

মনিরাজ শাহ তাহিরপুর প্রতিনিধি :
অতিবৃষ্টির আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার তান্ডবে, ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রি বিতরন করেন, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এড রনজিত চন্দ্র সরকার। 
শনিবার( ৬জুলাই) বিকাল ৩টা সময় তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চত্বরে ১হাজার ৫০ জন বন্যার্তদের মাঝে  প্রধানমন্ত্রী'র  ত্রাণ সহায়তা বিতরণ করেন । এছাড়াও উপজেলার  বালিজুরী ইউনিয়নের বালিজুরী বাজারে ১৪শত জন, ও দক্ষিণ বড়দল ইউনিয়নে কাউ কান্দি বাজারে  ১২শত জনের মধ্যে এ ত্রান সামগ্রী বিতরণ করেন তিনি।  সর্বমোট ৩হাজার ৬শত ৫০ জনের মধ্যে   ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন খোকন,  সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন আখঞ্জী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান, সেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন দিপক,  সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহীনূর তালুকদার, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাছান আলী মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান,  বাগলী আমদানি কারক সমিতির সভাপতি শাহাজাহান খন্দকার, সাধারণ সম্পাদক মনির,১নং ওয়ার্ড  আওয়ামী লীগের সভাপতি  নজরুল ইসলাম, শামনূর আখঞ্জী, যুবলীগ সভাপতি শাহিন আখঞ্জী,  মাসুক মিয়া তালুকদার প্রমুখ।
ত্রাণ বিতরন কালে প্রধান অতিথি এড. রনজিত চন্দ্র  সরকার (এমপি) তার বক্তব্যে বলেন, আমি আপনাদের এলাকার সন্তান,  সুখে দুঃখে ছিলাম, আজও আছি, ভবিষ্যতে ও থাকবো। আপনাদের যে কোনো সমস্যা হলে আমাকে অবগত করবেন, আমি যথাসাধ্য মত চেষ্টা করবো, তা সমাধান করার জন্য।  আমি আপনাদের জন্য সামান্য কিছু ত্রান নিয়ে এসেছি, প্রধানমন্ত্রী'র পক্ষ থেকে,   এগুলো আপনারা সুশৃঙ্খল ভাবে নিয়ে যান, যদি কেহ বাদ পড়েন, তাহলে আবার পাবেন,  তিনি আরও বলেন, আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলবো,আপনারা জেনে শুনে, সত্য কথা লিখবেন,আমার অনুরোধ রহিল। এসময়  নদীর ইজারাদারদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন,, আপনারা  যেন সরকারি নীতি মালা অনুসরণ টোল আদায় করেন। আর যদি কেউ এ নিয়ম ভঙ্গ করে অতিরিক্ত আদায়ের খবর শুনি, তাহলে আপনাদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Commentbox

إرسال تعليق (0)
أحدث أقدم

Laptop

Recents