শিরোনাম :

সুনামগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ৩য় সম্মেলন অনুষ্ঠিত




জেলা সংবাদদাতা, সুনামগঞ্জ:
হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উদ‍্যোগে ৩য় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের কাজির পয়েন্ট এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আলোচনা সভা শেষে নতুন জেলা কমিটি গঠন করা হয়। এতে কার্যকরি পরিষদের সভাপতি করা হয়েছে সিনিয়র আইনজীবী অ‍্যাড. স্বপন কুমার দাস রায়, সভাপতি সিনিয়র আইনজীবী অ‍্যাড. শহীদুজ্জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক বিজন সেন রায়কে।

আলোচনা সভায়, সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরি সভাপতি অ‍্যাড. স্বপন কুমার দাস রায়। এতে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ‍্যাড. এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।
'হাওর বাঁচাও আন্দোলন' কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়ের সঞ্চালনায় সভায়
বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন সিনিয়র আইনজীবী অ‍্যাড. শহীদুজ্জামান চৌধুরী, অধ‍্যাপক চিত্তরঞ্জন তালুকদার, কবি ও লেখক সুখেন্দু সেন, মৌলভীবাজার জেলার শাহাদাৎ হোসাইন, হবিগঞ্জ জেলার চৌধুরী মিজবাহুল বারী, সিলেটের সেলিম চৌধুরী, নেত্রকোনা জেলার মোনায়েম খান, হবিগঞ্জের সেলিম চৌধুরী, সুনামগঞ্জের ইয়াকুব বখত বাহলুল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব‍্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়।
সভায় অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের একে কুদরত পাশা, ওবায়দুল হক মিলন, শহীদ নুর আহমদ, নারী নেত্রী সঞ্চিতা চৌধুরী, সিলেটের অ‍্যাড. সুব্রত দাস, জামালগঞ্জ উপজেলার অঞ্জন পুরকায়স্থ, মো. মিজবাহ উদ্দিন, দিরাই উপজেলার সামছুল ইসলাম সর্দার, ছাতক উপজেলার জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ উপজেলার আবু সাঈদ, নজরুল ইসলাম, রাধিকা রঞ্জন তালুকদার, অরুন কান্তি দাস। আলোচনা সভাশেষে নতুন কমিটি ঘোষনা করা হয়।
নতুন কমিটি ঘোষনা করেন কার্যকরি সভাপতি অ‍্যাড. স্বপন কুমার দাস রায়।

আলোচনা সভা চলাকালীন সময়ে একজন সৃজনশীল সংগঠক হিসাবে বিজন সেন রায়কে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানান নেতৃবৃন্দরা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

Commentbox

إرسال تعليق (0)
أحدث أقدم

Laptop

Recents