শিরোনাম :

ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির দাপটে জমি দখলের অভিযোগ


দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির অত্যাচারে অতিষ্ঠ ডাউকের কারা গ্রামের মৃত দোলাল খাঁর পুত্র মো.হেলাল খাঁ (৫৫)

ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের মঙ্গল পুর সাহেবের গাও গ্রামের মো. মজম্মিল আলীর দাপটে তার ছেলে ইমান আলী ও  আনর আলী স্থানীয় এক অসহায় পরিবারের ভূমি মঙলপুর বাজার সংলগ্ন ডুকরুয়া মৌজার সাবেক ৮ ও ৯ নং দাগ ও বর্তমান হাল ১৪ ও ১৫ নং দাগের মঙলপুর বাজারের সম্মোখ ভাগের জায়গা জোরপূর্বক দখল করে, দোকান ঘর তৈরির চেষ্টা করছে। ভয়ে তার বিরুদ্ধে মুখ  খুলতেও নারাজ এলাকাবাসী।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,
বিবাদী মজম্মিল আলী বাদি হেলাল খাঁর খরিদা ভূমিতে কিছু দিনের জন্য একটি দোকান ঘর নির্মান করে ব্যবসা করার জন অনুমতি চায়। বাদী- বিবাদীর কথা বিশ্বাস করে কিছু দিনের জন্য দোকান ঘর নির্মানের অনুমতি দিলে বিবাদীগন বাদির জমিতে দোকার ঘর নির্মান করে ব্যবসা করিয়া আসিতে থাকে। সেই সুযোগে বিবাদী উক্ত ভূমিতে স্থায়ী স্থাপনা নির্মানের সিদ্ধান্ত নিলে, বাদী স্থায়ী স্থাপনা ও দোকান ঘরে ভাঙ্গিয়া অন্যত্র নিয়ে যেতে বলায়  নানা তাল বাহানা করে এবং বাদির দিকে উত্তেজিত হয়ে উঠে। উক্ত বিষয়কে কেন্দ্র করিয়া উল্লেখিত বিবাদীগন কর্তৃক বাদির পরিবারের লোকজন দাঙ্গা হাঙ্গামা ও আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশংকা রয়েছে মর্মে অভিযোগে উল্লেখ করেন।
বুধবার সরেজমিনে মঙ্গলপুর বাজারে গিয়ে অনেক অভিযোগ পাওয়া গেলেও ক্যামেরার সামনে নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হননি কেউ।

অভিযোগকারী হেলাল খাঁ বলেন, আমি বহু আগে নেত্রকোনা জেলা থেকে এসে জমি ক্রয় করেছি, এই এলাকায় আমার আত্নীয় স্বজন না থাকায় মজম্মিল ও তার ছেলেরা আমার জমি দখল করে হুমকি দিয়ে বলে প্রশাসন ও কেইচ মামলায় গেলে আমাকে ও আমার পরিবারের সবাইকে মেরে ফেলবে। আমি সব সময় তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি মো, জাহিদুল হক  বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Commentbox

إرسال تعليق (0)
أحدث أقدم

Laptop

Recents